শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাত্তরের গণহত্যার সহায়তাকারীর দায় থেকে সৌদি আরব মুক্ত নয় সিপিবি’র নেতৃদ্বয়

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির- সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম বলেছেন, একাত্তরের গণহত্যার সহায়তাকারীর দায় থেকে সৌদি আরব মুক্ত নয়। সৌদি আরব সংবিধান বর্নিত জোট নিরপেক্ষ নীতি ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। গতকাল এক যুক্ত বিবৃতিতে সিপিবির নেতৃদ্বয় এ কথা বলেন।

সিপিবির নেতৃদ্বয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ একটি গুরুতর ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে তার নিন্দা জানিয়ে বলেন, সৌদি আরব মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল এবং হানাদার বাহিনীকে অস্ত্র, অর্থ, ক‚টনৈতিক মদদ দিয়েছিল। ’৭১-এর ১৬ ডিসেম্বরের পর জামায়াত নেতা গোলাম আযমসহ একাত্তরের ঘাতকদের নিরাপদ আশ্রয়স্থল ছিল সৌদি আরব। আজ পর্যন্ত সে দেশটি একাত্তরে তাদের কৃতকর্মের ভুল স্বীকার এবং সে কারণে ক্ষমা প্রার্থনা করেনি। বরঞ্চ সৌদি সরকার উল্টা জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির মদদদাতা হিসেবে সক্রিয় রয়েছে।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের জনগণ কয়েক যুগ ধরে ‘জোট নিরপেক্ষতার’ নীতির স্বপক্ষে সংগ্রাম করেছেন এবং স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন থেকে ‘জোট নিরপেক্ষতার’ নীতি অনুসরণ করে এসেছে। ২০১৭ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদান দীর্ঘদিনের সেই পরীক্ষিত নীতি থেকে একটি বিপজ্জনক পদস্খলন। সৌদি সামরিক জোটে যোগদান দেশের আন্তর্জাতিক নীতি সম্পর্কে সংবিধানে বর্ণিত নির্দেশনারও বরখেলাপ। আগামী ১৪ ফেব্রæয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর আঠারো’শ সেনা সদস্য সৌদি- ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিদ্ধস্ত এলাকায় মাইন অপসারণের দায়িত্ব নিবে।

নেতৃদ্বয় আরও বলেন, সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের ঘটনা হলো মুক্তিযুদ্ধের অমর শহীদদে একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ চারজন সেনা কর্মকর্তা সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন (আইএমসিটিসি)-তে যোগ দিবে। আত্মত্যাগের প্রতি অবমাননাকর ও মুক্তিযুদ্ধের চেতনা-ধারার প্রতি বিশ্বাসঘাতকতা। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে যে দ্ব›দ্ব-বিভেদ-বিভাজন মার্কিন- সৌদি লবিতে নিজেকে এভাবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ তাতে নিজেকে জড়িয়ে ফেললো। যা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নেতৃদ্বয় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সাম্রাজ্যবাদবিরোধী, জোট নিরপেক্ষ, প্রগতিশীল পররাষ্ট্র নীতির ধারায় দেশ পরিচালনার স্বার্থে মার্কিন নিয়ন্ত্রিত সৌদি সামরিক জোট থেকে বাংলাদেশকে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়