শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাফিক আইন অমান্য, দুই দিনে ৯ হাজার ৬৯ মামলা

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দুই দিনে ৯ হাজার ৬৯টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করার সময় এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য- দৈনিক আমাদেরসময়

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সোমবার দিনভর ট্রাফিক বিভাগের অভিযানে রাজধানীতে তিন হাজার ৭৭৭টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় ১৮ লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানকালে ১০টি গাড়ি ডাম্পিং ও ৫০২টি গাড়ি রেকার করা হয়েছে।’

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৫৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৪৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য চারটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৩৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান চলাকালে ১০৫টি মোটরসাইকেল আটকসহ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া গত রোববার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার ২৯২ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আর এসব মামলায় ২৫ লাখ ৩৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানায় পুলিশ। এ ছাড়া অভিযানকালে ১২টি গাড়ি ডাম্পিং ও ৫৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৩৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৮০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৮টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৯টি মামলা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়