শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওয়াইয়ে ১০০ বছরের নিচে সিগারেট নয়

আব্দুর রাজ্জাক : সিগারেটকে মানব দেহের সবচেয়ে ক্ষতিকর বস্তু হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের আইনপ্রণেতারা। তাই এটি পুরোপুরি নিষিদ্ধ করছে রাজ্যটি। ক্ষতিকর এ বস্তুটির ওপর সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে ১০০ বছর বয়সের বাধ্যবাধকতা জারি করা হয়েছে। সিএনএন

গত সোমবার হাওয়াই কংগ্রেসে উত্থাপিত নতুন সিগারেট ক্রয় বিধি অনুযায়ী ১০০ বছর বয়সের বাধ্যবাধকতা কার্যকর হবে ২০২৪ সাল থেকে কিন্তু রাজ্যটিতে পূর্বের বিধি অনুযায়ী ২১ বছরের বয়সীমা প্রত্যাহার করা হচ্ছে। আগামী বছর থেকে হাওয়াইয়ে সিগারেট ক্রয়ের বয়সীমা ৩০ বছর এবং পর্যায়ক্রমে প্রতিবছর তা বাড়িয়ে যথাক্রমে ৪০, ৫০ ও ৬০ করা হবে। চূড়ান্তভাবে রাজ্যটিতে সিগারেট নিষিদ্ধ করতে ২০২৪ সালে এ বয়সীমা গিয়ে দাঁড়াবে ১০০ বছরে।

পূর্ব থেকেই হাওয়াই মার্কিন রাজ্যগুলোর মধ্যে সিগারেট ক্রয়ে সবচেয়ে বেশি বিধি নিষেধ কার্যকর রেখেছে। এবার রাজ্যটিতে চূড়ান্তভাবে সিগারেট বিক্রি নিষিদ্ধ করার বিলটি স্পন্সর করেছেন রিচার্ড ক্রিগান। তিনি রাজ্যটির কংগ্রেসের একজন প্রতিনিধি এবং জরুরি বিভাগের চিকিৎসকও।

ক্রিগান জানান, ‘সিগারেট একটি উচ্চ প্রাণঘাতি বস্তু। এর একটি সুন্দর ডিজাইন করে উৎপাদকরা মানুষদের আকৃষ্ট করছে এবং ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত করছে। এমন অনেক রোগি পাওয়া যায় যারা মারাত্মকভাবে সিগারেটে আসক্ত হয়েছে। এটি ক্রমান্বয়ে মানুষকে দাসে পরিণত করছে এবং পরিবেশ দূষণ করে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়