শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকিমুক্ত নগরায়নের লক্ষ্যে ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার

স্বপ্না চক্রবর্তী : ঝুঁকিমুক্ত নগরায়ণের লক্ষ্যে ৬ ফেব্রুয়ারী থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘রিহ্যাব ফেয়ার ২০১৯’। পাঁচদিনব্যাপী এ আবাসন মেলা শেষ হবে ১০ ফেব্রুয়ারী।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেয়ার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, এবারের মেলায় ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নেবে। শুধু তাই নয় এতে কো-স্পন্সর হিসাবে অংশ নেবে ৩০টি প্রতিষ্ঠান। এ ছড়াও অন্যান্য আরও প্রতিষ্ঠানসহ সব মিলিয়ে মেলায় ২০২টি স্টল থাকবে। তিনি বলেন, মেলার প্রথমদিন বুধবার দুপুর ২টা থেকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন ক্রেতা-দর্শনার্থীরা। বাকি চারদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে টিকিট লাগবে। মেলায় প্রবেশের জন্য ‘সিঙ্গেল এন্ট্রি’ ও ‘মাল্টিপল এন্ট্রি’ এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা করেছে আয়োজকরা। ‘সিঙ্গেল এন্ট্রি’ টিকিটের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর ‘মাল্টিপল এন্ট্রি’ টিকিটের প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। একটি মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময়ে সর্বোচ্চ পাঁচবার প্রবেশ করতে পারবেন।

তিনি জানান, মেলায় প্রবেশের টিকিটের ওপর র‌্যাফেল ড্র’র ব্যবস্থা রাখা হয়েছে। মেলার শেষদিন ১০ ফেব্রুয়ারি রাত ৯ টায় এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার হিসেবে একটি প্রাইভেটকার ও দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেলসহ ১০টি পুরস্কার রাখা হয়েছে। এই দশটি পুরস্কারের বাইরেও মেলায় প্রতিদিন ইউএস-বাংলা গ্রুপের সৌজন্যে থাকছে প্রথম পুরস্কার দুই রাত তিন দিন হোটল প্যাকেজসহ কাপল এয়ার টিকিটে সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ। দ্বিতীয় পুরস্কার ঢাকা-মালয়েশিয়া-ঢাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল এয়ার টিকিট।

লিখিত বক্তব্যে লিয়াকত আলী ভূইয়া বলেন, রিহ্যাব ১৮ বছর ধরে আবাসন মেলার আয়োজন করে আসছে। ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এ ছাড়া চট্টগ্রামে ১১টি ফেয়ার করেছে রিহ্যাব। শুধু তাই নয় ২০০৪ সাল থেকে বিদেশেও হাউজিং ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি এবং কাতারে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রিহ্যাবের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুজ্জামান, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, পরিচালক ও রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়