শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের উন্নতি ও অগ্রগতির জন্যই মহাজোট সরকার আরও শক্তিশালী হওয়া দরকার : ড. নিয়াজ আহম্মেদ

নাঈমা জাবীন : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতির লড়াই দুটি ধারা ও বলয়ের মধ্যে সীমাবদ্ধ। মুক্তিযুদ্ধের আদর্শ বনাম আদর্শহীনতা, উন্নয়ন বনাম অনুন্নয়ন, সুশাসন বনাম দুঃশাসন, শৃঙ্খলা বনাম বিশৃঙ্খলা, সাম্প্রদায়িকতা বনাম অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা বনাম চেতনাহীনতা, প্রগতিশীলতা বনাম ধর্মান্ধতা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। সূত্র : সমকাল    তিনি আরও বলেন, মোটাদাগে বলতে পারি, মহাজোট সরকার এখনও মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, প্রগতি ও উন্নয়নের ধারক-বাহক। গত দশ বছর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের চেষ্টার কোনো কমতি ছিলো না এবং ভবিষ্যতেও এ চেষ্টা অব্যাহত থাকবে। বিরোধী দল ও জোটের এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে, বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাওয়াসহ বহির্বিশে^ বাংলাদেশের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তরুণ সমাজ আমাদের প্রাণ। এরা গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা, কোটা সংস্কার আন্দোলনের কর্ণধার। এরাই আবার গত বছর নিরাপদ সড়ক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের জনগণকে কাঁপিয়ে দিয়েছিলো। এরা আবার ২০১৪ ও ’১৫ সালের বিএনপি-জামায়াতের তা-ব ও সন্ত্রাসী কর্মকা- দেখেছে। এদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানা; রাজনৈতিক দলের ইতিহাস ও তাদের কর্মকা- সম্পর্কেও ধারণা রয়েছে। এদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এদের কথা ও মুক্তিযুদ্ধের চেতনার কথা ভাবতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা মনে-প্রাণে বিশ^াস করি, চাই দেশের উন্নতি ও অগ্রগতি, তাহলে মহাজোট সরকারের আরও শক্তিশালী হওয়া দরকার। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য নিয়ে মাথাব্যথা নেই। আমাদের মনে রাখতে হবে, ১৪ দলের লক্ষ্য ও উদ্দেশ্য কোনোভাবেই ফুরিয়ে যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়