শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে প্রথম মহিলা চেয়ারম্যান প্রার্থী রেবেকা

আমজাদ হোসেন আমু, কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগরে চেয়ারম্যান পদে লড়ছেন একমাত্র নারী প্রার্থী রেবেকা মহসীন। এ প্রথম জেলার মধ্যে মহিলা চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারনা চালাচ্ছেন।এলাকায় ব্যানার,পেস্টুন,বিল বোর্ডে ছেয়ে গেছে। মহিলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনমতে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে আ,লীগ থেকে দলীয় মনোয়ন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন। নির্বাচনে একাধিক প্রার্থীর মধ্যে তিনিই নারী চেয়ারম্যান প্রার্থী।

রেবেকা মহসিন, প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী। তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আ,লীগের সভাপতি, জেলা মহিলা আ. লীগের যুগ্ম-আহবায়কের দায়িত্বে ছিলেন।বর্তমানে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০০৫ সালের ২৭ নভেম্বরে পলিটিক্যাল এক্টিভিটিজ বিষয়ে ট্রেনিং শেষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ প্রাপ্ত হন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, রেবেকা মহসীন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে দলীয় সকল কার্যক্রম সক্রিয়ভাবে পালন করছে। তিনি সব সময় দলের নেতা-কর্মীদের পাশে থেকে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেন। দল বিরোধীদের নির্যাতনে শিকার হন। এছাড়া দলের নেতা-কর্মীদের দলীয় কার্যক্রমের জন্য তার ব্যাক্তিগত বাসা উন্মুক্ত করে দেন। তার বাসা থেকে দলের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।

রেবেকা মহসীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় উন্নয়নের জোয়ারে এগুচ্ছে দেশ। এসব উন্নয়নে রয়েছে নারীদের ভুমিকা। শিক্ষা, রাজনীতি, সাংস্কৃতি ও উন্নয়নে রয়েছে নারীদের অবদান। নারী জাগরণের জন্য সামাজিক সংগঠন সহ নারী নির্যাতন,বাল্য বিবাহ,যৌতুক পথা বন্ধে কাজ করছি।

তিনি আরও বলেন, জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন আশা করছি। দল সব বিবেচনা করে মূল্যায়ন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়