শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সপ্তাহ উপলক্ষে কুমিল্লায় ট্রাফিক পুলিশের প্রচারণা

মাহফুজ নান্টু: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে চালকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। চালকদের সচেতনতায় জেলা পুলিশের পক্ষ থেকে "সেইফ ড্রাইভ, সেইফ লাইফ" শীর্ষক লিফলেট বিতরণ করা হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার থেকে আজ সোমবার দুপুরে নগরীর শাসনগাছা বাস টার্মিনালে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্ল সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কুমিল্লা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি চালকদের নিরাপদ ও সতর্কতার সাথে যান চালনার জন্য দিক নির্দেশনা দেন। সেই সাথে 'নিরাপদ গাড়ি চালনা, নিরাপদ জীবন' লেখা সম্বলিত স্টিকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে দেন।

এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার আমিরুল্লাহ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম, কুমিল্লা শ্রমিক পরিবহন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুলসহ বাসমালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো:আবদুল্লাহ্ আল মামুন নিজে উপস্থিত থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নিরাপদ গাড়ী চালনা,নিরাপদ জীবন এ স্লোগানটা সড়ক দূর্ঘটনারোধে সবাইকে সহয়তা করবে। মূলত সবাইকে সড়কে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হলেই সড়ক দূর্ঘটনার হ্রাস পাবার পাশাপাশি বাহনের আইনগত অপরাধও কমানো যাবে। আর এ কারনেই পুলিশ সপ্তাহ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সকল বাহন মালিকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং বাহনগুলোতে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেই পাশাপাশি লিফলেট বিতরণ করি।

পুলিশ সপ্তাহ উপলক্ষে নিরাপদ সড়কের প্রচারনায় রবিবার দিনভর নগরীর কান্দিরপাড় এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে একত্মতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক পরিদর্শক কামাল উদ্দিনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়