শিরোনাম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে হাইকোর্টে রিট

সাজিয়া আক্তার : 'ডিউটি টাইম' এ সরকারি নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন আবাদুস সাত্তার পালোয়ানসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আবেদনটির শুনানি হতে পারে। সূত্র : চ্যানেল ২৪

রিটে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতিকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে রুল জারির আবেদন জানানো হয়।

এছাড়াও সরকারি হাসপাতালের সকল কার্যক্রম তদারকি করার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এর আগে 'ডিউটি টাইম' এ সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে গত ২৯ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়