শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ৪ কর্মী বহিষ্কার

জয়নুল হক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোবিবার সংঘর্ষের ঘটনায় প্রাথমিক তদন্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং : বি-১৭০৩০২০৪৬), গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম তুহিন (আইডি নং : বি-১৭০৩০২০৬৯), অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (আইডি নং : বি-১৬০৪০১০৫৮) এবং সিএসই বিভাগের আশরাফুল আল রিফাত।

সোমবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর নূর মোহাম্মদ বলেন, যারাই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি প্রদান করবো। কেউ যেন পরবর্তীতে কোনো অপরাধ করার সাহস না পায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিবাদমান শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃংখলা ভংগের অভিযোগ প্রমানিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ৪ শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বহিস্কার করেছে প্রশাসন। সাময়িক বহিস্কৃত থাকা অবস্থায় শিক্ষার্থীবৃন্দ কোন ক্লাস এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।

এ নিয়ে তরিকুল-রাসেল কমিটির ২৫ এর অধিক নেতাকর্মীকে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করল প্রশাসন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়