শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে সবচেয়ে বাজে অধিনায়ক মনে হচ্ছিল মিলারের

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অবর্তমানে অধিনায়কত্ব করেছিলেন ডেভিড মিলার। শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে সিরিজ জিতেছে স্বাগতিকরা। কিন্তু এ ম্যাচে নিজেকে বিশ্বের সবচেয়ে বাজে অধিনায়ক মনে করেছেন।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পাকিস্তানি ওপেনার বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েছিল আফ্রিকা। এক পর্যায়ে ম্যাচ প্রায় বের হয়ে গিয়েছিল মিলারের হাত থেকে। সে সময় নিজেকে দলপতি হিসেবে খুব বেশি অযোগ্য মনে হচ্ছিল তার।

কিন্তু পরবর্তীতে ঠিকই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। লেগ স্পিনার তাবরিজ শামসি এবং পেসার লুথো সিপামলার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকা। দু’জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মিলার। বাবর ৫৮ বলে ৯০ এবং হোসাইন তালাত ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত রানের চাপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান এবং ৭ রানে হারতে হয় তাদেরকে।

‘আমি ভেবেছিলাম বিশ্বের সবচেয়ে বাজে অধিনায়ক বোধহয় আমি। কিন্তু তারা সবসময়ই পাওয়ার প্লেতে আগ্রাসী’ বলেছিলেন অধিনায়ক মিলার।

‘আমরা শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু বোলারদের কৃতিত্বটা দিতেই হবে খেলার মোড় ঘুরিয়ে দেয়ার জন্য। শামসি বোলিংয়ে এসে তাদের রান রেট অনেক কমিয়ে দিয়েছিল। সিপামলাা তার প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করেছে। আমি সত্যিই অনেক খুশি তাদের দু’জনের পারফরর্ম্যান্সে।’ যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়