শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরেনার কন্যার ১৭ মাস বয়সেই ৬ লাখ ফলোয়ার!

স্পোর্টস ডেস্ক : টেনিস কোর্টের রাণী সেরেনা উইলিয়ামস। এক যুগেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব করছেন এই ক্রীড়াঙ্গনে। বিশ্বজুড়ে তার ভক্তের সংখ্যাও কম নয়। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নজর দিলে তা স্পষ্ট বোঝা যায়।

টুইটারে আমেরিকান এই টেনিস কিংবদন্তিকে অনুসরণ করেন প্রায় ১১ মিলিয়ন অনুসারী। ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যা ১১ মিলিয়নের কাছাকাছি। এছাড়া ফেসবুকে তাকে ফলো করেন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ব্যবহারকারী।

এদিক থেকে সেরেনার মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রও যেন পিছিয়ে নেই। বাবা-মায়ের কল্যাণে ইতোমধ্যে ব্যাপক তারকাখ্যাতি পেয়ে গেছে সেরেনার ১৭ মাস বয়সী মেয়ে। বয়স মাত্র ১৭ মাস হলেও ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় ছয় লাখ ব্যবহারকারী।

অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের নামে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে এই মুহূর্তে সেটার ফলোয়ার সংখ্যা পাঁচ লাখ ৫৫ হাজার। মূলত সেরেনা ও তার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ানে মিলে এটির রক্ষণাবেক্ষণ করেন। বায়োতে এমন তথ্যই লেখা রয়েছে। তবে ইতোমধ্যেই অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ওহানিয়ান জুনিয়রের জন্ম ২০১৭ সালের ১ সেপ্টেম্বর। -টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়