শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম বারের মতো ‘এমি’ মোবাইল অ্যাপ অথবা ওয়েব পোর্টালে এয়ারলাইন্সের টিকেট পাওয়া যাবে

ইমরান মিয়া: এই প্রথম এমি মোবাইল অ্যাপ অথবা ওয়েব পোর্টালের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণসহ বিশ্বের এয়ারলাইন্সের টিকেট পাওয়া যাবে এক স্ক্রিনে।

প্লেনের টিকেট সংক্রান্ত সেবা নিয়ে এসেছে অনলাইন ট্রাভেল এজেন্ট ‘এমি’ । বাংলাদেশে এই প্রথম সব এয়ারলাইন্সের টিকেট পাওয়া যাবে এক স্ক্রিনে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই সেবার আওতায় এমি মোবাইল অ্যাপ অথবা ওয়েব পোর্টালের (www.amybd.com) মাধ্যমে ঘরে বসেই বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণসহ বিশ্বের যে কোনো রুটের এয়ারটিকেট করা যায়।

ক্রয় করা টিকিটের অর্থ পরিশোধ করা যাবে ক্রেডিট/ডেবিট কার্ড (লোকাল/ইন্টারন্যশনাল), বিকাশ, রকেট, ব্যাংক একাউন্ট অথবা এমি ক্রেডিট লিমিটের মাধ্যমে।

টিকেট ইস্যু হবার সাথে সাথেই টিকেটের পিএনআরসহ (প্যাসেঞ্জার নেম রেকর্ড) বিস্তারিত গ্রাহকের কাছে পৌছে যায় এসএমএস ও ইমেইলের মাধ্যমে।

ইস্যুকৃত প্রতিটি টিকেটে রয়েছে ‘রিওয়ার্ড’ পয়েন্ট; যা এনক্যাশ করে নগদ টাকাসহ সম্পূর্ণ বিনামূল্যে এয়ার টিকেট পাবার সুযোগ থাকছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি রিয়েল টাইমে হওয়ার কারনে বেঁচে যাবে গ্রাহকের সময় ও অর্থ।

২০১৬ সালের জুনে চালু হয় এমি। বাংলাদেশের প্রথম দেশে ডেভেলপ করা অনলাইন ট্রাভেল এজেন্ট যা বরাবরই অভ্যন্তরীণ এয়ার টিকেটের জন্য দেশের শীর্ষ স্থানে রয়েছে। সর্বাধিক সংখ্যক এয়ারটিকেট বিক্রির জন্যও এমি দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট।

২৪/৭ কাস্টমার কেয়ার সার্ভিস পেতে যোগাযোগ করুন এই নম্বরে ০১৭০৮ ১৬৯৯০০

  • সর্বশেষ
  • জনপ্রিয়