শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুয়েরোর হ্যাটট্রিকে সিটির কাছে রক্ষা পেলো না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : গত রোববার বিকালে নিজেদের ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে আগুয়েরোর হ্যাটট্রিকে ৩-১ ব্যাবধানে ম্যাচটি জিতে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপাধারীদের শুরুটা হয় দুর্দান্ত। ৪৬ সেকেন্ডে দলকে এগিয়ে নেন আগুয়েরো। আলেক্স আইওবি বল ক্লিয়ার করতে অহেতুক দেরি করে বিপদ ডেকে আনেন। তার কাছ থেকে বল কেড়ে নেওয়া এমেরিক লাপোর্তের ক্রস পেয়ে ছয় গজ দূর থেকে ঝাঁপিয়ে দারুণ হেডে ঠিকানায় পাঠিয়ে দেন আগুয়েরো। ম্যাচের একাদশ মিনিটে সমতা ফেরায় অতিথিরা। লুকাস তররেইরার কর্নারে নাচো মনরিয়ালের ফ্লিকে বল পেয়ে যান লরাঁ কোসিয়েলনি। একের পর এক আক্রমনের পর আবার ৪৪তম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। আর্সেনালের খেলোয়াড়দের ওপর দিয়ে ইলকাই গিনদোয়ান বল বাড়ান রাহিম স্টার্লিংয়ের দিকে। ইংলিশ মিডফিল্ডারের নিচু ক্রস খুঁজে পায় অরক্ষিত আগুয়েরোকে।

দ্বিতীয়ার্ধেও থেমে থাকেনি সিটির আক্রমন। ৬১তম মিনিটে আরো এগিয়ে যায় তারা। নিজের তৃতীয় গোলে ব্যবধান বাড়ান আগুয়েরো। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা স্টার্লিংয়ে শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু বল চলে যায় আগুয়েরোর কাছে। স্লাইড করে শট নিতে চেয়েছিলেন তিনি, বল তার বাহুতে লেগে গড়িয়ে চলে যায় গোললাইন পেরিয়ে। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

২৫ ম্যাচে ১৯ জয় ও দুই ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়