শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সংসদে না গিয়ে জনগণের সাথে প্রতারণা করছে : সজীব সরকার

জুয়েল খান : স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সজীব সরকার বলেছেন, কিছু সংখ্যক আসনে বিএনপি জিতেছে এবং সারা বাংলাদেশে তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে। সেই সমর্থকদের কথা চিন্তা করেই বিএনপিকে সংসদে যাওয়া উচিত। সকল ভোটারদের প্রতিনিধি হিসেবে বিএনপিকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করা উচিত। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, বিএনপি যতোক্ষণ পর্যন্ত সংসদ সদস্য পদ বাতিল করছে না, ততোক্ষণ পর্যন্ত তাদের সংসদে যাওয়া উচিত। বিএনপি বাইরে যে কথা বলছে সেই কথা সংসদে গিয়ে বলতে পারে। সংসদে কথা বলতে না পারে, তাহলে তারা সংসদে ওয়াকআউট করতে পারে। তখন তারা মিডিয়ার মাধ্যমে কিংবা মানুষের কাছে গিয়ে বলতে পারে যে, সংসদে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। সেই কারণে আমরা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিএনপির অভিযোগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হয়নি, তারা এই নির্বাচনকে অবৈধ মনে করে তাই তারা সংসদে যাচ্ছে না। মানুষ বিএনপিকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য। আর বিএনপি যদি সংসদে না যায় তাহলে এই ভোটারদের সাথে প্রতারণা করা হবে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনকে সুষ্ঠু এবং ফেয়ার মনে করছে না, তাই তারা সংসদে যাচ্ছে না। অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করছে না। বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। বিএনপি যদি সংসদে না যায় তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা উচিত। অন্যথায় তাদের সংসদে যাওয়া উচিত। বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করে সংসদে যাওয়া উচিত অথবা পদত্যাগ করে তাদের অবস্থান জানানো উচিত। গণফোরামের দু’জন সংসদ সদস্যের সংসদে যাওয়ার আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, তারা সংসদে গিয়ে একটা ইতিবাচক ভ‚মিকা রাখলে ওই আসনের ভোটাররা তাদের ভোটের মর্যাদা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়