শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ঐক্যের ডাক দিয়েছি তা বঙ্গবন্ধুর আদর্শের: ড. কামাল

বাংলা ট্রিবিউন : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা যে ঐক্যের ডাক দিয়েছি সেটা আমার (কামাল হোসেন) নেতৃত্বে ঐক্য না, সেটা বঙ্গবন্ধুর আর্দশের ঐক্য।’

রবিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিকের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে গণফোরাম।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী '২০২১' সালকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শের সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘সংবিধানের আলোকে পাড়া-মহল্লায় ও ঘরে-ঘরে কাজ করেন। সাংবিধানিক মূল্যবোধকে প্রচার করেন।’

তিনি আরও বলেন, ‘এখনও দুই বছর সময় আছে, আমাদের স্বাধীনতার ৫০ বছর হবে। আমার যেটা স্বপ্ন- দেশে বৈষম্য থাকবে না, সবাই অধিকার ভোগ করবে। মানুষ না খেয়ে মরবে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং ন্যূনতম একজন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারবে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে ড. কামাল বলেন, ‘গণফোরাম থেকে সংবিধানের মৌলিক অধিকারের তালিকা ও নিরপেক্ষ নির্বাচনের যে বিধান আছে, সেগুলো বই করে লাখ লাখ মানুষের কাছে বিতরণ করা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা হিসেবে। সরকারের কোনও লোক ইচ্ছাকৃত ও জেনেশুনে বলবেন না যে, আমি মানি না, মানবো না। এটা বঙ্গবন্ধুর কথা, মানতেই হবে। সরকারের সর্বোচ্চ পর্যায়েও মানতে হবে। কারণ বঙ্গবন্ধুর কথার ওপরে কেউ নাই।’

পুলিশকে অবশ্যই মানুষকে রক্ষায় দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। পুলিশ অবশ্যই আইন প্রয়োগ করবে। কারণ গণতান্ত্রিক একটি দেশে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এছাড়া গণতন্ত্র চলতে পারে না। তাই পুলিশের অবশ্যই ভূমিকা থাকবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়