শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির নারী ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের মান্ধানা

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলন স্মৃতি শ্রীনিবাস মান্ধানা। শনিবার প্রকাশিত আইসিসির উইমেন্স ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতীয় ওপেনার।

বিরাট কোহলির মতো কিউইয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে মিতালরাও। উইমেন ইন ব্লু’র সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল মন্ধানার। প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। মুলতঃ তার ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যাবধানে সিরিজ জেতে ভারত নারী ক্রিকেট দল।

টানা দু’ম্যাচে বড় রান করে তিন ধাপ এগিয়ে শীর্ষে ওঠেন মুম্বাই গার্ল মান্ধানা। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার এলিসে পেরি ও মেগ ল্যানিং। ১০ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি সাটারওয়েট। তবে এক ধাপ পিছিয়ে গেলেন ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

২০১৮ থেকে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলেছেন মন্ধানা। এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং আটটি হাফ-সেঞ্চুরি এসেছে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। মন্ধানার ওপেনিং পার্টনার জেমিমা রডরিগ্রেজও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। গত বছর মার্চে ভারতের হয়ে অভিষেক হওয়া রডরিগ্রেজ এখন পর্যন্ত সাতটি ওয়ানডে খেলেছেন। নেপিয়ারে ৬৪ রানের ইনিংসের সুবাদে ৬৪ থেকে ৬১ নম্বরে উঠে এসেছেন আঠারো বছরের এ ভারতীয় ওপেনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়