শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড আন্তর্জাতিক বিধি- বিধানেরও পরিপন্থী বললেন সাইফুল হক

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ড বিজিবি ও বিএসএফ’র চুক্তির গুরুতর লঙ্ঘন ও আন্তর্জাতিক সাধারণ বিধি- বিধানেরও পরিপন্থী। বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিকদের এই ধারাবাহিক হত্যাকাণ্ডের কোনভাবেই সৎ ও বন্ধু প্রতিবেশীর পরিচয় নয়। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক বলেন, ইতোমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আসাদুল ইসলামকে বিএসএফ সরাসরি গুলি করে হত্যা করে। সাম্প্রতিক সময়ে বিএসএফ ১০ জনের বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে। বাংলাদেশীদের বিরুদ্ধে এই হত্যাযজ্ঞ ভারতের বাংলাদেশ বিরোধী বৈরী ও আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সীমান্ত হত্যা যেখানে শূন্যতে নামিয়ে আনার কথা, সেখানে বিএসএফ একতরফাভাবে তাদের প্রাণঘাতি সহিংস তৎপরতা অব্যাহত রেখেছে। কোন উস্কানী ছাড়াই বিএসএফ বছরের পর বছর বাংলাদেশীদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর ফলে ভারত-বাংলাদেশের বিস্তৃত এলাকা জুড়ে বাংলাদেশী নাগরিকদের জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, ভারতের প্রতি বাংলাদেশ সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের পক্ষ থেকে এই সকল হত্যাকাণ্ডের কোন প্রতিবাদ করা হয় না। ভারতের প্রতি অনুগত থাকার কারণে বাংলাদেশের সরকার এইসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তিনি অনতিবিলম্বে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যাকাণ্ড বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কার্যকরী উদ্যোগ নিতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সীমান্ত অঞ্চলে বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা বিধানেরও দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়