শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাওয়ার আগে মাশরাফিবাহিনীর প্রশংসায় ডি ভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের হয়ে খেলার জন্য ১৮ দিনের বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে মুগ্ধ এই দক্ষিণ আফ্রিকান। দেশে ফেরার আগে মাশরাফিবাহিনীর প্রশংসা করেছেন তিনি।

গত ১৭ই জানুয়ারি বিপিএলের সিলেট পর্বে রংপুর রাইডার্স দলের সাথে যোগ দেন ডি ভিলিয়ার্স। হারের বৃত্তে থাকা রংপুর তার আগমনে যেন পাল্টে যায়। টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে থেকে প্লে-অফে খেলবে মাশরাফিরা।

এর পূর্বে জাতীয় দলের হয়ে মাশরাফি বিন মূর্তজার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকলেও এবার রংপুর রাইডার্সে একই দলের হয়ে খেলেছেন এই দুই ক্রিকেটার। রংপুর অধিনায়ক মাশরাফি প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি ম্যাশকে (মাশরাফি) অনেক পছন্দ করি। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরী হয়েছে। এর আগে আমরা প্রতিপক্ষ হিসেবে খেলেছি। এবার একসাথে খেললাম। ভালো একটা সময় গেছে।’

রংপুরের এবারের সাফল্যের অনেকটা জুড়ে ছিল বিদেশি ক্রিকেটারদের ব্যাটিং। অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশোরা নিয়মিত পারফর্ম করে দলকে জিতিয়েছেন। তবে বোলিং বিভাগে ছিল দেশিদের আধিপত্য। মাশরাফি বিন মুর্তজার পাশাপাশি ফরহাদ রেজা, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, শফিউল ইসলামরা ভালোভাবেই সামলিয়েছেন বোলিং বিভাগ।

দেশি বোলাররা নজর কেড়েছেন ডি ভিলিয়ার্সেরও। পাশাপাশি ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান প্রশংসা করেছেন রংপুরের উইকেট-রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। দেশে ফেরার আগে রংপুরের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘অনেক ক্রিকেটার ভালো করছে। উইকেট-রক্ষক মিঠুন ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে ভালো করছে। বোলারদের মধ্যে রেজা, শহিদুল, বামহাতি স্পিনার অপু, নাহিদুল, সবাই ভালো বল করেছে।’

এদিকে দলের কর্মকর্তাদেরও ভালো লেগেছে ডি ভিলিয়ার্সের। ভবিষ্যতে আবারও রংপুরের হয়ে বিপিএল মাতানোর ইচ্ছের কথা জানিয়েছেন ডি ভিলিয়ার্স। পাশাপাশি আশা প্রকাশ করেছে এবার শিরোপা জিতবে রংপুর রাইডার্স। তিনি বলেন, ‘দারুণ একটা দল ছিল আমাদের। দারুণ সব মানুষ। আমি আশা করছি, আমরা শিরোপা জিতবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়