শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবন নির্মাণের ১০ বছর পরও শুরু হয়নি কার্যক্রম

আমজাদ হোসেন আমু, কমলনগর( লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ১০ বছর পরও কার্যক্রম শুরু হয়নি।

রোববার (০৩ ফেব্রুয়ারী) দুপুর বেলা সরেজমিনে গিয়ে দেখা যায়, চর কাদিরা ইউনিয়ন পরিষদ ভবন অফিসিয়াল কার্যক্রম ছাড়াই পড়ে রয়েছে । ভবনটিতে সীমগাছসহ বিভিন্ন গাছের লতাপাতার বেস্টনীতে ভরে গেছে। পুরো ভবন ডেকে গেছে। এছাড়াও দ্বিতলা বিশিষ্ট ভবনটির প্রতিটি রুম ময়লা আর্বজনায় ভরপুর। প্রতিটি রুম ও ভবন অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

স্থানীয়রা জানান, ২০০৮ সালে ভবনটি নির্মাণ হয়। প্রায় ১০ বছর ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এ ইউনিয়নে প্রায় ১৮-২০ হাজার জনগনের বসবাস। অনেক বড় ইউনিয়ন। যার কারণে ভবনটি এখানে নির্মাণ করা হয়। কিন্তু এখনো পর্যন্ত এ ভবনে কোন কার্যক্রম হচ্ছে না।

ফজুমিয়ার হাট বাজারে অস্থায়ী কার্যালয়ে পরিষদের কার্যক্রম চলছে। এ ইউনিয়নের দুরত্ব পূর্বে-উত্তর-দক্ষিণে প্রায় ৯-১০ কিঃমিঃ। পরিষদের কার্যক্রম ইউনিয়নের একপাশে হওয়ায় এসব অঞ্চল থেকে সাধারণ জনগণ ফজুমিয়ার হাট এসে কাজ করতে হিমসিম খাচ্ছে। ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধন সনদ, ডিজিটাল সেবাসহ বিভিন্ন সেবা নিতে জনগণকে প্রতিনিয়ত পরিষদে যেতে হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে কাজ করতে হয়। যা কোন মতে সম্ভব না।

চরকাদিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, নতুন ভবন সংলগ্ন এলাকাটি অত্যন্ত নিরিবিলি। বিদ্যুৎ না থাকায় ভবনটি ব্যবহার করা হয়নি। তবে মাঝেমধ্যে কিছু কার্যক্রম হয়। আগামী ২-৩ মাসের মধ্যে ভবনটিতে সকল অফিসিয়াল কার্যক্রম চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়