শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের শাস্তির দাবীতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স পড়–য়া মেধাবী শিক্ষার্থী মামুন দেওয়ান নাসিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক- শিক্ষার্থীরা। তথ্য- মানবজমিন

আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাশে ও কাঞ্চন-কুড়িল বিশ্বরোডে এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দফায় দফায় বিক্ষোভ করে। খবর পেয়ে দুপুর সোয়া ১২ টার দিকে পুলিশ এসে অতি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এমন আশ্বাসের ভিত্তিতে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আসামীদের গ্রেপ্তার করতে পারবো।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী মঙ্গলবার জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে সমাজকর্ম বিভাগের অনার্স ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ও পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে মামুন দেওয়ান নাছিরকে (২১) তার আত্মীয় বোরহান দেওয়ান, আছমা বেগম, মাজেদা বেগম, আবুল হোসেন, হিমেল, আলীনুর ও হাবিবুর পিটিয়ে গুরুত্বর আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারী দুপুরে রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালে মারা যায়। এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নাসিরের মৃত্যুর ৪ দিন অতিবাহিত হলেও পুুলিশ এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়