শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিনিধি: চট্টগ্রাম ও গাজীপুর জেলায় পৃথক দুই সড়ক দুঘর্টনায় ৬ জন নিহত হয়েছেন। রোববার সকালে চট্টগ্রামের পটিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। অপরদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় শনিবার দিবাগত রাতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের দিঘী এলাকায় সাতকানিয়া থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা বাসের। এতে ৪ জন নিহত ও আহত হয়েছে অন্তত ১৬ জন।

পটিয়া হাইওয়ে পুলিশ জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ আরোহী মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

নিহত দুইজন হলেন, গোপালগঞ্জ সদরের ট্রাকচালক জুয়েল হোসেন ও একই এলাকার রাসেল। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুজ্জামান জানান, শনিবার দিবাগত রাতে নাওটানা এলাকায় ঢাকা বাইপাস সড়কে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক জুয়েল নিহত হন। আর ট্রাকচালকের সহকারী রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়