শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের হ্যাটট্রিকে উড়ে গেলো রহমতগঞ্জ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আবার স্বরূপে ফিরেছে জায়ান্ট ঢাকা আবাহনী। রহমতগঞ্জ এমএফএসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান লীগ চ্যাম্পিয়নরা। আবাহনীর পক্ষে হ্যাট্রিক করেন নাবিব নেওয়াজ জীবন ও দুটো গোল করেন সানডে চিজোবা। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন জুনাপিও।

খেলার শুরু থেকেই মাঠে নিজেদের শক্তিমত্তার প্রমান দিতে থাকে ঢাকা আবাহনী। খেলার ডেড লক ভাঙ্গে ১৮ তম মিনিটে। রায়হান হাসানের ট্রেড মার্ক লং থ্রো বক্সে থাকা রহমতগঞ্জের খেলোয়াড় হেড করলেও ক্লিয়ার না হয়ে বল চলে যায় জীবনের কাছে। এতে হালকা মাথা ছুঁইয়েই গোলের খাতা খুলেন এই স্ট্রাইকার। তার এক মিনিট পরই আবাহনীর গোলরক্ষক সোহেল লম্বা করে বল বাড়ালে তা নিয়ে সানডে রহমতগঞ্জের বক্সে ডুকে পরেন।

সানডের নেয়া জোড়ালো শট রহমতগঞ্জের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে বল আবারও জালে জড়ান জীবন।প্রথমার্ধের সংযুক্তি সময়ে রহমতগঞ্জের পক্ষে গোল করে জুনাপিও ব্যবধান ২-১ করে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় শিরোপা প্রত্যাশি আবাহনী লিমিটেড ঢাকা।

বিরতি থেকে ফিরে আরো আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয় আকাশী নীল বাহিনী। খেলা ৫০তম মিনিটে বেলফোর্টের বাড়ানো থ্রু পাস পেয়ে গোলরক্ষককে কাটিকে বল তিন কাঠির নিচে পৌঁছে দেন সানডে। খেলার ৬৮ মিনিটের সময় আবার বেলফোর্ট-সানডে জুটির ম্যাজিক। গোলরক্ষক সোহেলের লং বল রিসিভ করে থ্রু বাড়ান বেলফোর্ট। বলটি পেয়ে চিপ করে রহমতগঞ্জ গোলরক্ষকের উপর দিয়ে মেরে জালে পাঠিয়ে দেন সানডে। ৪-১ গোলের পিছিয়ে থেকে ম্যাচ থেকে ছিটকে যায় রহমতগঞ্জ।

খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে নিজের হ্যাট্রিক পূরন করেন জীবন। এতে ৫-১ গোলের বড় জয় পায় বর্তমান লীগ চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ শেষে নয় পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার উপরে পৌঁছে গেছে ঢাকা আবাহনী। তবে এক ম্যাচ কম খেলে সমান নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এখন পর্যন্ত অপরাজিত বসুন্ধরা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়