শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক কোটি টাকা ক্ষতি তদন্ত কমিটি গঠন ফায়ার সার্ভিস

মনজুর এ অনিক,নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লায় এশিয়ান স্পিনিং মিল কারখানার মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই কারখানাটির গুদামে রাখা বিপুল পরিমান মবিল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলের পাশে অবস্থিত কারখানার ওই মবিলের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা আশপাশ এলাকায় আচ্ছন্ন হয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে। আতংকে কারখানার শ্রমিকসহ এলাকাবাসী রাস্তায় এসে জড়ো হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট পরে আরো তিনটি ইউনিট এসে পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।এদিকে গোডাউনের পাশে থাকা সুমা স্টিল রোলিং মিলের আগুনের ফুলকি গোডাউনে আসায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে দাবী করছেন ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার শাহ-জাহান। তার দাবী এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝুঁকি নিয়ে গোডাউনের বেশ কিছু মবিলের ড্রাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে সরিয়ে আনা গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মামুন মাহমুদ জানান, আগুনের তীব্রতা অনেক ছিলো। মবিলের আগুন হওয়ায় এখানে পানি দিয়ে কোন কার্যকারিতা পাওয়া যাবে না। তাই ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়