শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃদু ভূমিকম্পে জেগে উঠলো সিলেট

আহমেদ শামীম, সিলেট: শনিবার সকাল ৮টা ২৯ মিনিট। মৃদু ভূমিকম্পে জেগে উঠেন সিলেটের মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। মাত্র বিশ দিনের ব্যবধানে সিলেটে আবারো ভূমিকম্পনে মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের ডাউকি ফল্ট। যে ফল্টে বড় ধরণের ভূমিকম্প হবার আশঙ্কা করছেন বিষেশজ্ঞরা।

গত ১৪ জানুয়ারি রাত ২টার দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছিলো সিলেট। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিলো ২ দশমিক ৫। আর আজ সকাল ৮টা ২৯ মিনিটে আবারো কেঁপে উঠে সিলেট। প্রায় ৫ সেকেন্ডের মতো স্থায়ী হওয়া এই কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিলো ২ দশমিক ৯। তবে এ দুটি ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন সিলেটে বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস এটি।

আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে সিলেটের পার্শ্ববর্তী ভারতে কম্পনটির উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এছাড়া কম্পনটি মাত্র একটি স্টেশনেই রেকর্ড সনাক্ত করা সম্ভব হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, শনিবার সকাল ৮টা ২৯ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। সিলেট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়