শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো সাকিবরা

রাকিব উদ্দীন : বাঁচা-মরার ম্যাচে খুলনা টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ঢাকা ডাইনামাইটস। খুলনাকে  ১২৩ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেটের বড় জয়ে শেষ চার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। সাকিবদের জয়ে সুযোগ থাকা সত্ত্বেও প্লে-অফে যাওয়ার আগেই আসর থেকে বিদায় নিতে হয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহীর।

শনিবার মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছিল মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ডেভিড ওয়াইস ৩০, নাজমুল হোসেন শান্ত ২৪, ব্রেন্ডন টেইলর ১৮ এবং মাহমুদউল্লাহ ১৪ রান করেন। ঢাকার হয়ে বল হাতে রুবেল ও সাকিব ২টি করে এবং সুনীল নারিন ও কাজী অনিক একটি করে উইকেট নেন। উল্লেখ করার মতো বিষয় হলো খুলনার ইনিংসে তিনজন রান আউটের শিকার হয়েছেন।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১২৪ রান দরকার ছিল ঢাকার। সেই রান বেশ অনায়াসেই তুলে ফেলেছে বিপিএলে সবচেয়ে বেশিবার শিরোপাধারীরা। উপুল থারাঙ্গার নান্দনিক ব্যাটিংয়ে সহজ জয়ে মাঠ ছাড়ে ডাইনামাইটসরা। উপুল থারাঙ্গা ৩০ বলে ৪২ রানে ফিরে গেলেও দলের জয়ে বেগ পেতে হয়নি।

যদিও সাকিব আর মিজানুর দ্রুত আউট হওয়ায় একটু শঙ্কা জেগেছিল। কিন্তু সেটা আর বাড়তে দেননি নুরুল হাসান ও পোলার্ড। দল জিতিয়ে ২৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সোহান। অপরাজিত ৯ রান করেন পোলার্ড। খুলনার হয়ে মাহমুদউল্লাহ দুটি এবং সাদ্দাম ও তাইজুল একটি করে উইকেট নেন।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনে চিটাগং ভাইকিংস এবং চারে ঢাকা।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে খুলনা টাইটানস, সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়