শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুষারপাতে বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত; যুক্তরাষ্ট্রে ২৬ জনের মৃত্য

মারুফুল আলম : তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে পোলার ভরটেক্সে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির বিভিন্ন রাজ্যে শীত কমতে শুরু করলেও, নতুন করে ঝড়, বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, দেখা দিয়েছে তীব্র যানজট। এছাড়াও তুষারপাতের কবলে পড়েছে সুইজারল্যান্ডবাসীও। সূত্র: সময় টিভি।

গেল কয়েকদিনের তীব্র শীতে জমে বরফ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কানকাকি নদীর পানি। তবে, এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের সব অঙ্গরাজ্যেই। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দেশটিতে এখনো প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ সতর্কতার মধ্যে বাস করছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সপ্তাহব্যপী পোলার ভরটেক্সে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যুক্তরাষ্ট্রর মধ্য পশ্চিমাঞ্চলের কোটি মানুষকে। শুক্রবার এক বিবৃতিতে দেশটির আবহাওয়া বিভাগ জানায়, শীতের ভয়াবহতা কমতে শুরু করেছে। তবে, জমে যাওয়া বরফ গলতে শুরু করলে আকস্মিক বন্যাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

ওদিকে যুক্তরাষ্ট্রে তুষারপাত কমতে শুরু করলেও যুক্তরাজ্যে তা অব্যাহত রয়েছে। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রাখা হয়েছে দক্ষিণাঞ্চলের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এমন অবস্থার মধ্যেও ব্রিস্টল সফর করে আলোচনায় এসেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। যা বাড়তি আনন্দ দিয়েছে তাদের ভক্তকুলকে। তীব্র তুষারপাত হচ্ছে সুইজারল্যান্ডেও। বরফ জমে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সেখানকার বাসিন্দারা। রাস্তায় আটকা পড়ে আছে বহু যানবাহন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়