শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৫ দেশ ভ্রমন করে রেকর্ড গড়লেন বাংলাদেশি নাজমুন্নাহার

জিয়ারুল হক : বিশ্ব পর্যটক হিসেবে রেকর্ড গড়লেন বাংলাদেশের নাজমুন্নাহার। এই প্রথম কোনো বাংলাদেশি নারী এই রেকর্ড করলেন। বিশ্বের ১২৫ টি দেশ ভ্রমন করেছেন তিনি। বলেছেন বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরাই আমার উদ্দেশ্য। সূত্র : একাত্তর টিভি।

২০০০ হাজার সালে বাবার প্রেরণায় ভারত দিয়ে যাত্রা শুরু। আঠারো বছরে ভ্রমন করেছেন শতাধিক দেশ। দীর্ঘ পথ পরিক্রমায় তিনি কখনও গিয়েছেন সাহারা মরভূমি, কখনও গিয়েছেন বিপথ সংকুল আফ্রিকা জঙ্গল, আবার কখনও বা সমুদ্রের তলদেশে। সবখানেই তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা। এজন্য অবশ্য জাম্বিয়া সরকারের কাছ থেকে পেয়েছেন ফ্লাগ গার্ল বা পতাকা মানবী উপাধি।

এ বিষয়ে নাজমুন্নাহার বলেন , আমি বিশ্বের ১২৫টি দেশ ঘুরেছি, আমার স্বপ্ন পুরণ হয়েছে। তিনি বলেন, আমরা পৃথিবীতে এসেছি খুব অল্প সময়ের জন্য। আমাদের সময়কালটা একটা জার্নি । পৃথিবী সম্পর্কে জানার জন্য, পৃথিবীর নতুন নতুন আবিষ্কারের জন্য, নতুন তথ্য উদ্ঘাটনের জন্য ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যেতে পারবে। তিনি বলেন শুধু তার ইচ্ছা থাকতে হবে শিক্ষিত হতে হবে এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর্শীল হতে হবে।

সৈয়দ মুজতবা আলীর বই পড়ে বিশ্ব ভ্রমনে আগ্রহী হয়ে ওঠেন সুইডেন প্রবাসী বাংরাদেশি এই নারী। গড়ে তুলতে চান ইনস্পেশন   গ্লোবাল ফাউন্ডেশন, তবে এই কাজের জন্য দরকার বাংলাদেশ সরকারের সহযোগিতা। তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, তাঁর পৃষ্টপোষকতা ও সহযোগিতা পেলে আমার কাছে অনেক ভালো লাগবে এবং অন্য নারীরা এধরণের কাজে উৎসাহ পাবে। আমি চাই আমাদের দেশের নারীরা এ জাতীয় কাজে যুক্ত হবে এবং বিশ্বে বাংলাদেশের পতাকা তুলে ধরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়