শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে প্রবেশপত্র পায়নি ৫১ এসএসসি পরীক্ষা, আটক ২

হ্যাপি আক্তার : নীলফামারীর সৈয়দপুরে ফরমপূরণ করেও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি ৫১ জন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে তারা। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় স্কুলের শিক্ষকসহ ২ জনকে আটক করা হয়েছে। সময় টেলিভিশন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাতিখানাস্থ স্কুল সংলগ্ন বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সৈয়দপুরে প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৫১ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে ৮ থেকে ১২ হাজার টাকা করে নেন। কিন্তু শিক্ষাবোর্ড তা অনুমোদন না দেয়ায় প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা।

অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ বলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে ফরমপূরণ করেছেন। বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়ার কাছে অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে ইউএনও জানান, শিক্ষার্থীরা মূলত প্রতারণার শিকার হয়েছে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়