শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্তসাপেক্ষে আইভোরিকোস্টের সাবেক প্রেসিডেন্টকে মুক্তি দিলো আইসিসি

আব্দুর রাজ্জাক : দেশের অভ্যন্তরে নৃশংসতার মামলায় প্রায় ৭ বছর কারাবরণ শেষে মুক্তি পেয়েছেন আইভোরিকোসেটর সাবেক প্রেসিডেন্ট লরেন্ট ব্যাগবো। তিনি গত শুক্রবার ন্যাদারল্যান্ডসের কারাগার ত্যাগ করেছেন কিন্তু এখনই দেশ ছাড়তে পারছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন। রয়টার্স

জাতিসংঘের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট (আইসিসি) ব্যাগবোকে গত ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে খালাস দিয়েছেন। কিন্তু বাদিপক্ষ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবে এবং ব্যাগবোকে সময়মতো উপস্থিত পেতে তার মুক্তির আদেশের বিরোধীতা করায় আপাতত দেশ ছাড়তে দেয়া হচ্ছে না। তবে কোন ব্যক্তি তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে খালাস পাওয়ার পর তাকে আটক রাখা বেআইনি বলে জানিয়েছেন ব্যাগবোর আইনজীবী গার্ট-জান নুপস।

ব্যাগবো ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আইভোরিকোস্ট শাসন করেছেন। তার শাসনের শেষের দিকে ২০১০ ও ২০১১ সালে দেশটিতে নির্বাচন সংক্রান্ত সহিংসতায় অন্তত ৩ হাজার মানুষ নিহত হয়েছিলো। সহিংসতার জন্য ব্যাগবোকে অভিযুক্ত করে কারাদ- দেয় আইসিসি।

ব্যাগবো অবশেষে দেশে ফিরে আসছেন, যদিও মুক্তি পেয়ে প্রথমে তিনি বেলজিয়ামে যাবেন এবং আত্মীয়দের সঙ্গে সাক্ষাত করবেন বলে তার পরিবার থেকে জানানো হয়েছে। তবে তার দেশে ফেরা নিয়ে জটিলতা রয়েছে কারণ স্থানীয় আদালতে ব্যাগবোর বিরুদ্ধে আত্মসাতের মামলায় ২০ বছরের সাজা ঘোষিত রয়েছে।

ব্যাগবোর সঙ্গে মুক্তি পেয়েছেন তার সহযোগী চার্লস ব্লে গৌদ, তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়