শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুইস প্রেসিডেন্ট ইলি মাউরের এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বাসস
শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় সুইস প্রেসিডেন্ট বলেন, ‘চতুর্থবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার দেশের ও জনগণের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যত এবং আপনার দায়িত্ব পালনে সফলতা কামনা করি।’

সুইস প্রেসিডেন্ট ইলি মাউরের আশা প্রকাশ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে বাংলাদেশের নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে এবং সবার স্বার্থে সকল পক্ষ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য এবং বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ৫ লাখ ব্রিটিশ-বাংলাদেশী যুক্তরাজ্যে বসবাস করে। মানবাধিকার, গণতন্ত্রসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে আপনার সাথে কাজ করে যেতে চাই এবং রোহিঙ্গা সংকটের মোকাবেলায় মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বেচ্ছায়, নিরাপদ এবং সম্মানজনকভাবে স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানান।
তিনি বলেন, ‘এখন মিয়ানমারকে প্রয়োজনীয় যথাযথ পরিস্থিতি সৃষ্টিতে বাধ্য করার জন্য সকল পর্যায়ে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়