শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতেই বসবে ২০২৩ বিশ্বকাপের আসর

আক্তারুজ্জামান : এ বছরের মে-জুনে ইংল্যান্ডে বসবে ক্রিকেট বিশ্বকাপের বারোতম আসর। আবার এ বছরেই চূড়ান্ত হয়েছে আগামী ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক দেশ। হুমকি-ধমকির পরেও তেরোতম ক্রিকেট বিশ্বকাপ আয়োজকের দায়িত্বে থাকছে সেই ভারতই। শুধু তাই নয়, ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হবে সেখানে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান ডেভিড রিচার্ডসন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও গত বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ২৩ মিলিয়ন ডলার অর্থাৎ ১৬১ কোটি টাকা পরিশোধ না করলে ভারতকে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়ার হুমকি দিয়েছিল আইসিসি।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিলো ভারত। ওই আসরে উপার্জিত অর্থের কোনো কর আইসিসিকে না দেয়ায় এই হুমকি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু হুমকি দেওয়ার ঠিক একমাস পরই আইসিসি প্রধান জানালেন, ভারতকে বিশ্বকাপের আয়োজক থেকে সরাচ্ছে না আইসিসি।

তিনি বলেন, ‘ভারত থেকে আগামী বিশ্বকাপ সরিয়ে দেয়া হচ্ছে না। আমি নিশ্চিত, আমরা করের বকেয়া অর্থ পেয়ে যাব সময়েই। আর আমাদের হাতে তো এখনো সময় রয়েছে।’

সেই সঙ্গে আইসিসি প্রধান আরও জানান, কর দেয়াটা সব সময়ই গুরুত্বপূর্ণ। তারা কর থেকে যে অর্থ পান সেটা ক্রিকেটের কাজেই ব্যবহার করেন। করের ব্যাপারটি উল্লেখ করে তিনি বলেন, ‘কর দেওয়ার ব্যাপারটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।

আইসিসির যে পরিমাণ কর আদায় হয়, তার পুরোটা ক্রিকেটের কাজেই ব্যবহার করা হয়। তাছাড়া জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো আর্থিকভাবে অস্বচ্ছল দেশগুলো যারা সেভাবে আয় করতে পারে না, তাদের সাহায্য করা হয়।’ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়