নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলার মধ্যবর্তী কালীগঞ্জ প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি লালমনিরহাট সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এনটিভির‘র সিনিয়র রিপোর্টর (রংপুর) একেএম মঈনুল হক, যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডল, পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি লাবু, কালীগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী লিটন পারভেজ, সাংবাদিক গোলম তাহমিদুল আলম তিতাস, প্রেসফোর লালমনিরহাটের আহবায়ক হায়দার আলী বাবু, হাতীবান্ধা প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, সাবেক সভাপতি ইলিয়াস বসুনীয় পবন ও সম্পাদক নুরুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, জিন্নাতুল ইসলাম জিন্না, দৈনিক যুগান্তরের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান দুলাল।