শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনাকে মোকাবেলা করতেও প্রস্তুত রিয়াল

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে গিরোনার বিপক্ষে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার জোড়া গোলে জয় পেয়ে সেমিফাইনালে কোয়ালিফাই হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি জানান, আসরের সেমিতে বার্সেলোনাকে মোকাবেলা করতেও প্রস্তুত তারা।

শেষ আটের প্রথম লেগে ৪-২ গোলে জয়ের পর সেমিতে ওঠার পথটা অনেকটাই সুগম করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এরপর জিরোনার মাঠে দ্বিতীয় লেগেও ৩-১ ব্যবধানের সহজ জয় পায় তারা। দুই লেগে মিলিয়ে ৭-৩ অ্যাগ্রিগেটে জয়েই সেমিতে পৌঁছে গেল সোলারির ছাত্ররা।

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসরের সেমিফাইনালের ড্র। তাতেই চূড়ান্ত হবে শেষ চারে কার প্রতিপক্ষ কে। এমনও হতে পারে, শেষ চারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেই প্রতিপক্ষ হিসেবে পাবে রিয়াল। তবে মেসি-সুয়ারেজদের বিপক্ষে খেলতেও প্রস্তুত আছেন বলেই জানিয়েছেন কোচ সোলারি।

সেমিতে রিয়াল আর বার্সা ছাড়াও জায়গা পেয়েছে ক্লাব রিয়াল বেতিস ও ভ্যালেন্সিয়া। তাই শেষ চারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে বলেই মনে করছেন সোলারি। শুক্রবারের ড্র’কে সামনে রেখে তিনি বলেন, ‘সেমি-ফাইনালে দারুণ চারটি দল অংশ নেবে। যেখানে দুটি লেগই জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিপক্ষ হিসেবে যে দলকেই পাই, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে। এটা স্বাভাবিক, আপনি যখন সবকটিতে জিততে চাইবেন, তাহলে আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সব খেলোয়াড়দেরকেই প্রস্তুত করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়