শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোটর্স ডেস্ক : নারী টি-টোয়েন্টিতেও দেখা মিলল নাটকীয় টাইয়ের। এরপর নিয়মানুযায়ী ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। করাচিতে শিহরণ জাগানো দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের নারী দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

করাচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছিল স্বাগতিক পাকিস্তান। জবাবে সফরকারী দলের নারীরাও ২০ ওভার শেষে ৬ উইকেটে ঠিক ঠিক ১৩২ রান দোলে। ফলে ম্যাচ টাই হয়। ফলাফলের জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানে পাকিস্তানকে ১৭ রানে হারায় শিমেন ক্যাম্পবেলরা।

শুরুতে ব্যাটিং করে বিসমাহ মারুফ (৩১), জাভেরিয়া (২৬), নাদিয়া (২৫) এবং আলিয়ার (২৩) ঝড়ো ব্যাটে ৪ উইকেটে ১৩২ রানের মোটামুটি সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক পাকিস্তান। এই রান টপকে যেতে ভালোই খেলছিল সফরকারীরা। জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল। কিন্তু ১২ রানের বেশি নিতে না পারায় ম্যাচ চাই হয়।

সুপার ওভারের নাটকীয়তায় একেবারে অসহায় ছিল স্বাগতিকরা। ক্যারিবীয় নারীদের ছুঁড়ে দেওয়া ১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ রান তুলতেই নির্ধারিত দুটি উইকেট হারায় বিসমাহ মারুফের দল। ফলে ১৭ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিক পাকিস্তান।

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচে ৭১ রানের বড় জয় এবং দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে ক্যাম্পবেলরা। সিরিজের শেষ ম্যাচ রোববার করাচির একই মাঠেই অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়