শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা-চক্রে না যাওয়ার কারণ জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি

শিমুল মাহমুদ: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে যোগ না দেয়ার চিঠি গণভবনে পৌছে দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার(১ ফেব্রয়ারি)দুপুরে জাহাঙ্গীর আলম মিন্টু জানান, প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে ঐক্যফ্রন্টের অংশগ্রহণ না করা চিঠি নিয়ে আমি, আজমেরী বেগম ছন্দসহ আমরা তিন জন গিয়েছিলাম। ১১টা২০ মিনিটে আমরা গণভবনে চিঠি জমা দেই।পরে ১২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার টু খুরশিদ আলম চিঠি গ্রহণ করেন।

ঐক্যফ্রন্টের দেয়া চিঠিতে বলা হয়েছে, ‘গণভবনে ২রা ফেব্রুয়ারি ২০১৯ শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। আজ জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়। কমিটি এই চক্রে অংশ না নেয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ না নেয়ার কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে। এতে আরও বলা হয়, অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে আছে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়