শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের দায়ে প্যারিসের দুই পুলিশ অফিসারের ৭ বছরের জেল

সালেহ্ বিপ্লব : কানাডিয়ান পর্যটককে ধর্ষণের ঘটনায় ফ্রেঞ্চ পুলিশের দুই অফিসারকে সাত বছরের কারাদণ্ড- দিয়েছেন আদালত। প্যারিসের ঐতিহ্যবাহী পুলিশ হেডকোয়ার্টার্স ‘৩৬’-এ ২০১৪ সালের ২২ এপ্রিল তিনজন মিলে ধর্ষণ করেছিলো এমিলি স্পানটনকে। তিন ধর্ষকের মধ্যে সাজা হলো দু’জনের কিন্তু তৃতীয় নরপিশাচটি কে, তা এমিলিও জানেন না। তবে দ-প্রাপ্ত অফিসার নিকোলাস ও অ্যান্টনি শুরু থেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, এমিলির সম্মতিতেই সব হয়েছিলো। বিবিসি।

এমিলি এক রিটায়ার্ড গোয়েন্দা কর্মকর্তার মেয়ে। ২০১৪ সালের সেই রাতে এমিলি ছিলেন একটি আইরিশ পাব-এ। সেখানে কয়েকজন পুলিশ অফিসারের সাথে তার সাথে আলাপ হয়। আদালতে এমিলি বলেন, অফিসাররা তাকে ঐতিহাসিক থার্টি সিক্স, কুয়াই দেজ অর্ফাভর (36 Quai des Orfèvres)   দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান।

ফ্রেঞ্চ পুলিশের এই ভবনটির পরিচিতি ইতিহাসখ্যাত। 36 Quai des Orfèvres  নামে সিনেমা হয়েছে, গোয়েন্দা কাহিনীতে বার বার নাম এসেছে! এমন একটি ভবন পরিদর্শনের আমন্ত্রণ পেয়ে খুশি হন এমিলি। আদালতে ঘটনার বর্ণনা দেয়ার সময় তিনি জানান, তখনো তার ধারণাতেই ছিলো না ফ্রেঞ্চ পুলিশের ইতিহাস-ঐতিহ্যের অহংকার এই ভবনটিতে তাকে ধর্ষণ করা হবে।  ধর্ষণকারি তৃতীয় ব্যক্তিটিকে তিনি চিনতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়