শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম ঘটিত জেরে জবি ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ আহত ৩

জয়নুল হক, জবি প্রতিনিধি : প্রেম ঘটিত জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিধ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদেও সুমনা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টিএসসিতে প্রেম নিয়ে বিরোধে নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আসম আইয়ুব তুহিনের ওপর অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান মুন, ১৩ ব্যাচের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাতসহ কয়েকজন লোহার রড,র‌্যাঞ্জ দিয়ে মারধর করে। গুরুতর আহতাবস্থায় তুহিনকে পুরান ঢাকার সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় তুহিনের মাথায় ৩০টি সেলায় দেয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তুহিনকে হাসপাতালে ভর্তি করে মনোবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান নয়ন ও রিফাত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কামরুল হাসান, ১০ ব্যাচের তৌফিক এলাহি,নাদিম লোহার রড দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আহতাবস্থায় নয়ন ও রিফাত প্রথমে সুমনা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এদিকে এ ঘটনার পর জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মীরা রাতে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়।

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন,মুন ছাত্রলীগের কেউ না। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তাকে ছয় মাস আগে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মিশনে মানা করা হয়েছে।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়