শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের এমপিরা শপথ নেবেন না, দলের সিদ্ধান্তই মেনে নেবেন মোকাব্বির

শাহানুজ্জামান টিটু : ঐক্যফ্রন্টের দুই এমপি শপথ নেবেন না, দলের সিদ্ধান্তই মোকাব্বির খানের সিদ্ধান্ত। শপথ বিষয়ে বিএনপির বক্তব্য নেই, সিদ্ধান্ত নেবে গণফোরাম। গত কয়েকদিন ধরে আলোচনায় আসেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য গণফোরামের দুই নেতা সুলতান মুনসুর ও মোকাব্বির খান। দুই নেতা সংসদে যোগদানের বিষয়ে ইতিবাচক তাদের এই বক্তব্যের পাল্টা বিবৃতি দেয় গণফোরাম। এতে জানানো হয়, শপথ নেওয়ার বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন স্পষ্টভাবে জানান, নির্বাচিত সদস্যরা শপথ নেবেন না। এব্যাপারে দলীয় সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছে।

এরআগে এই প্রতিবেদককে গণফোরাম নেতা সংসদ সদস্য মোকাব্বির খান জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেবেন না। দলের নীতি নির্ধারণী ফোরামে সংসদে যোগদানের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমিও একমত। যেহেতু গণফোরামের নীতিনির্ধারণী ফোরামে আমিও আছি। এ কারণেই সেই সভায় আমার থাকার সুযোগ আছে। তবে দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনো সিদ্ধান্ত নেবো না। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তবে এবিষয়ে নতুন করে কোনো কথা বলতে চাননি অপর সংসদ সদস্য সুলতান মুনসুর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণফোরামের সংসদ সদস্যরা শপথ নেবেন কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। এব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন। আমাদের কোনো বক্তব্য নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়