শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ : মাদাম নূর

তরিকুল ইসলাম : ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিন্তী মো. তায়িব বললেন, দায়িত্বপালনকালে বাংলাদেশকে নিজের দেশের মতো মনে হয়েছে।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন। হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনেক বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জাহািয়ে ইকমিশনার বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের দ্রুত এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে ভীষণ পছন্দ করেন বলেও জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালেশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রয়োজন। কক্সবাজারের স্থানীয় জনগণ রোহিঙ্গাদের কারণে তাদের ফসলি জমি, কাজ হারিয়ে ভোগান্তিতে আছে। নতুন করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আরো রোহিঙ্গা আসছে।

রোহিঙ্গাদের সহায়তার জন্য মালেশিয়াকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের সময় চোখ বন্ধ করে থাকা যায় না। রোহিঙ্গাদের পুনর্বাসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়