ফেসবুক: দালালি করলে করুণা পাওয়া যেতে পারে, নায্যতা নয়।’ আত্মসম্মানবোধ’ হঠাৎ চাঙ্গা হয়ে ওঠার বিষয় নয়। ডাক্তার, সাংবাদিক, শিক্ষক... সকল পেশাজীবীদেরই বিষয়টি বুঝতে হবে।
বলবেন, আমরা তো দালালি করি না, নেতারা করেন। তো আমরা নেতাদের পেছনে থাকি কেন?
দায় আমাদের সবার।
কাউকে নিষিদ্ধ করা হবে, কাউকে লাঠি দিয়ে পেটানো হবে, কাউকে কথা দিয়ে। কিছু সুবিধার আশায় সবাই ‘মিন মিন’ করব, আর ভাববো ‘আমার তো কিছু হয়নি’!