আমিনুল ইসলাম, আশুলিয়া : টানা তৃতীয়বারের মত জাতীয় সংসদ এর স্পিকার নির্বাচিত হওয়ায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শীরিন শারমিন চৌধুরী। এসময় জাতীয় সংসদ এর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চীপ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, আবু সাইদ আল মাহামুদ স্বপন এবং শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।