শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ আটক ৩

নইন আবু নাঈম, শরনখোলা (বাগেরহাট) : বাগেরহারেটর শরণখোলায় মৎস বিভাগ ও পুলিশের যৌথ ২টি অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ সময় উপজেলার খেজুর বাড়ীয়া ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার সুনিল মিত্র (৫৫), কার্তিক চন্দ্র (৫০) ও মনোরঞ্জন (৫২) নামের ৩ জেলেকে আটক করা হয়।

আটক কৃতদের আর্থিক জরিমানা শেষে ছেড়ে দেয়া হলেও অবৈধ জাল গুলো আগুনে পুড়ে ভূষীভুত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, মঙ্গলবার জেলা মৎস কর্মকর্তা মোঃ জিয়া হায়দার চৌধুরীর নেতৃত্বে ও পুলিশের সহয়তায় বলেশ্বর নদীর বগী, গাবতলা, মাঝেরচর, মাছুয়া, জিল বুনিয়া ও রাজেশ্বর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩টি মশারী জাল ও ৩টি বেহেন্দী জাল জব্দ করা হয়। পরবর্তীতে তা নদী সংলগ্ন এলাকায় জনসম্মূখে ঐ দিন সন্ধায় আগুনে পুড়িয়ে দেয়া হয়।

অপর দিকে রাতে ধানসাগর নৌপুলিশ ফারির ইনচার্জ এস আই মোঃ বদিউজ্জামান এর নেতৃত্বে এক দল পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ ভাবে অভিযান চালিয়ে আরো প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল বলেশ্বর নদী থেকে জব্দ করে। জব্দকৃত জাল পুরে ফেলা হয়েছে। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। তিনি আরো বলেন তাদের এ অভিযান আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়