শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রের কাছে শিক্ষিকা পাঠালেন বুকখোলা ছবি

মানবজমিন : মাত্র ১৭ বছর বয়সী এক ছাত্রের কাছে নিজের টপলেস বা বুকখোলা ছবি পাঠালেন গণিতের এক শিক্ষিকা (২২)। বিষয়টি ফাঁস হওয়ার পর তাকে চাকরি হারাতে হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার বেইলুলাহ হাই স্কুলে। ওই স্কুলের গণিতের শিক্ষিকা কেলসি শমিডট (২২)। অভিযোগ তার বিরুদ্ধে। তিনি ১৭ বছর বয়সী ওই ছাত্রকে নিজের বুকখোলা ছবি পাঠিয়েছেন। এ জন্য তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। শুধু যে তিনি বুকখোলা ছবি পাঠিয়েছেন নিজের ছাত্রকে তা-ই নয়, পাশাপাশি তাকে আমন্ত্রণ জানিয়েছেন গ্রুপে ঝেলা যায় নগ্নতা বিষয়ক এমন একটি গেমে।

ওই ছাত্রকে তিনি যেসব ছবি পাঠিয়েছেন তাতে তার শরীরের উপরের অংশ সামান্য চুল দিয়ে ঢাকা। আরেকটি ছবিতে তাকে দেখা যায় নগ্ন পায়ে। তাতে লেখা ‘গেট এ গ্রুপ অ্যান্ড প্লে ন্যাকেড হাইড অ্যান্ড সিক’।

বিষয়টি গত বছর পুলিশের কাছে জানায় ওই ছাত্র। তবে বিলম্বে খবরটি প্রচার করেছে ডিকিনসন প্রেস। এতে বলা হয়েছে, কম্পিউটার ও অন্যান্য উপায় অবলম্বন করে অপরাধ করেছেন ওই শিক্ষিকা। এ জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চলছে মামলা। তার আইনজীবী এর আগের একটি শুনানিতে বলেছেন, দুর্ভাগ্যজনক হলো এটা সবার জন্য একটি অনাকাঙ্খিত পরিস্থিতি। শিক্ষিকা শমিডটের ফেসবুক পেজ অনুযায়ি তিনি সেইন্ট মেরি ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট। এটি সান ফ্রান্সিসকোতে অবস্থিত। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তার স্কুল কোনো মন্তব্য করে নি। অন্যদিকে আইনগত কারণে ওই ছাত্রের নাম প্রকাশ করা হয় নি। অভিযুক্ত শিক্ষিকাকে আগামী মাসে আবার আদালতে তোলার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়