শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো দিন শপথ নেবেন সুলতান ও মোকাব্বির

অনলাইন ডেস্ক :  যেকোনো দিন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও এম মোকাব্বির খান। শপথ নিয়ে তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানান।খবর দেশ রূপান্তর।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে একান্ত বৈঠক শেষে মোকাব্বির বলেন, ‘স্যার ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’ তবে দুই এমপির শপথ গ্রহণের বিষয়ে গণফোরাম আগের অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। এ ব্যাপারে গতকাল বিকেলে সুলতান মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে কী হয়েছে তা তিনি জানেন না। তবে তার এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। তাই জনগণের পক্ষে কথা বলতে সংসদে যাবেন তিনি। শপথও নেবেন নির্ধারিত ৯০ দিনের মধ্যে। কবে নাগাদ শপথ নেবেন জানতে চাইলে আওয়ামী লীগের সাবেক এই নেতা দেশ রূপান্তরের এ প্রতিবেদককে যোগাযোগ রাখতে বলেন।

গতকাল গণফোরামের কাউন্সিলের প্রস্তুতি নিয়ে যে সভা হয় তাতে যোগ দেননি ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মনসুর। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গণফোরামের সঙ্গে সম্পৃক্ত নই। গণফোরামে আমার কোনো পদ নেই। তাই গণফোরামের সভায় যোগ দেইনি।’ তবে গণফোরামের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পথিক দেশ রূপান্তরকে বলেন, সুলতান মনসুর আমাদের দলের সদস্য পদ নিয়েছেন। এখন অস্বীকার করছেন। এখন তো তিনি ড. কামাল হোসেনকেও অস্বীকার করছেন। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, ‘আমি শপথ নেব। শপথ নেওয়ার আগে গণমাধ্যমকে জানাব।’

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে রেজা কিবরিয়াকে সঙ্গে নিয়ে মোকাব্বির খান যান ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায়। সেখান থেকে মোকাব্বির খান যান দলীয় সভাপতির মতিঝিলের চেম্বারে। সেখানে কামাল হোসেনের সঙ্গে বিকেল পৌনে ৩টা পর্যন্ত তার বৈঠক হয়। একান্ত বৈঠকে ড. কামাল হোসেন শপথ নেওয়ার বিষয়ে আপনাকে কী বলেছেন জানতে চাইলে মোকাব্বির খান দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার পজিটিভ আছেন।’

তবে গতকাল বিকেলে মতিঝিলে গণফোরাম কার্যালয়ে দলটির পঞ্চম কাউন্সিলের প্রস্তুতি সভায় ড. কামাল দুই এমপির শপথ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ‘শপথের বিষয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে পরে প্রেস কনফারেন্স করে জানানো হবে।’

এদিন সকালে সংসদ অধিবেশন প্রত্যাখ্যান করে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি। এ বিষয়ে বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল জানান, সংসদ নিয়ে এখনই প্রশ্ন তুলতে চান না তিনি। হালকাভাবে কিছু বলবেন না। সংসদে কী হচ্ছে না হচ্ছে খোঁজখবর রাখছেন। সংসদে আলোচনার এজেন্ডা জেনে মন্তব্য করবেন। জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে যাচ্ছে বলে যে আলোচনা চলছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফ্রন্টের শীর্ষ নেতা কামাল বলেন, ঐক্যফ্রন্ট আছে, ১০০ বার থাকবে। ‘বিএনপির এক নেতা বলেছেন, ঐক্যফ্রন্ট থাকবে। তবে আপনাকে সরে যেতে হবে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?’Ñ এক সাংবাদিকের এমন প্রশ্নে ড. কামাল বলেন, এই অনুষ্ঠানে উত্তর দেব না, অন্য অনুষ্ঠানে দেব।

এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টায় গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভা শুরু হয়। এতে অংশ নেন সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, মোকাব্বির খান, রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

স্টিয়ারিং কমিটির বৈঠক আজ : আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের যোগ দেওয়া না দেওয়া এবং আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবেন জোটের স্টিয়ারিং কমিটির নেতারা। বিকেল ৩টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ সভা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়