শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএসআই শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর বারবার হামলা চালাবে, সুতরাং প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামান্যতম অবহেলা করা যাবে না : নুরুল আনোয়ার

জুয়েল খান : সাবেক আইজিপি নুরুল আনোয়ার বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করবে এটা বিশ্বাসযোগ্য ।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা এবং ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হমলার ঘটনা একই সূত্রে গাথা। তাই এটা বিশ্বাসযোগ্য যে, ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাস এবং পাকিস্তানের আইএসআই মিলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার পরিকল্পনা নিয়েছিলো। এছাড়া পাকিস্তানের যে টার্গেট ছিলো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা, সেটা তারা পারেনি। আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে গেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের ওপরে পাকিস্তানের যে ক্রোধ, আক্রোশ, ঘৃণা আছে সেটা আদৌ কমেনি। তারা সুযোগ পেলেই বাংলাদেশের ওপরে তাদের বিষাক্ত থাবা দেবে। তাই তাদের থেকে আমাদের সবসময় নিরাপদ থাকতে হবে আর এর জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে আরো বেশি সতর্ক থাকতে হবে।
তিনি জানান, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাটা পাকিস্তানের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা খালেদা জিয়া, তারেক রহমান এবং জামায়াতে ইসলামীকে আবার ক্ষমতায় আনতে চায়। তাহলে তাদের জন্য সবদিক দিয়েই সুবিধা হয়। সে কারণেই তারা বাংলাদেশে শেখ হাসিনা এবং তার পরিবারের ওপরে এমন হামলা বারবার চালাবেই। ফলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে সামান্যতম অবহেলা করা যাবে না। একইসাথে বাংলাদেশে পাকিস্তানের যেসব সহযোগী আছে তাদের খুঁজে বের করতে হবে, না হলে এরা বারবার আমাদের ওপরে এমন হামলার পরিকল্পনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়