শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

আমাদের সময় : প্রায় এক হাজার কোটি টাকা পাচারের মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, আজ রাজধানীর চকবাজার থানায় রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেডের পক্ষ থেকে প্রায় ৯১৯ কোটি টাকা পাচারের দায়ে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, এমডি এবং জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখার বিভিন্ন কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়। পরে টাকা পাচারের মামলায় বিকেলে কাকরাইল থেকে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেপ্তার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অনুসন্ধানে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃক ৪২২ কোটি ৪৬ লাখ টাকা, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড কর্তৃক ৪৮১ কোটি ২৬ লাখ টাকা ও ক্রিসেন্ট ট্যানারিজ লিমেটেড কর্তৃক ১৫ কোটি ৮৪ লাখ টাকা পাচার করার তথ্য উদঘাটন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়