শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনাম আহমদ চৌধুরী বললেন, চারবারের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা সংসদ অলঙ্কৃত করেছেন

লিয়ন মীর : রাজনৈতিক বিশ্লেষক ইনাম আহমদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা  চারবার প্রধানমন্ত্রী হয়ে সংসদ অলঙ্কৃত করেছেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা বালাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক, যিনি চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের অলঙ্কার এবং তিনি যে উন্নয়নের ধারা তৈরি করেছেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এবং শেখ হাসিনা পৃথিবীর বুকে আজীবন উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অতিরিক্ত চাপ আছে। দেশের জনগণ শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে বলেই আওয়ামী লীগের এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। তাই জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা শেখ হাসিনাকে পূরণ করতে হবে। এক্ষেত্রে সংসদে বড় কোনো বিরোধী দল না থাকায় শেখ হাসিনার ওপর এ চাপ তৈরি হয়েছে। সংসদে শক্তিশালী বিরোধী দল থাকলে, শেখ হাসিনার নিজের ওপর এ চাপ তৈরি হতো না।

তিনি আরো বলেন, সংসদে যেহেতু শক্তিশালী বিরোধী দল নেই, সেহেতু সরকারের বিরোধিতা করা বা সমালোচনা করার মতো তেমন কোনো শক্তি দেখা যাবে না। এক্ষেত্রে সংসদকে কার্যকর করতে, প্রতিটি পদক্ষেপে সরকারি দলকে আত্মসমালোচনা করতে হবে। সরকারি দল যদি আত্মসমালোচনা করে তাহলে সংসদ কর্মমুখর এবং কার্যকর হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ অতীতের যেকোনো সংসদ থেকে অন্য রকম। এ সংসদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চারবারের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবা করবেন। এই সংসদে একটি দলকে সমর্থন দিয়ে দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এ সংসদ বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেবে। এ সংসদের ওপর সকল মানুষের আস্থা এবং ভরসা রয়েছে। তাই একাদশ জাতীয় সংসদ অন্য যেকোনো সংসদের তুলনায় গুরুত্বপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়