শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে মহোৎসব শুক্রবার

সুজন কৈরী : সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে শুক্রবার পুরান ঢাকার কেএল জুবিলি স্কুল ও কলেজে আবির্ভাব মহোৎসব অনুষ্ঠিত হবে। এ মহোৎসব উপলক্ষে র‌্যালি বের করাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হবে। ওই দিন সকাল ১০টায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে বর করা র‌্যালিটির শুভ উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার সকালে ঢাকা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে সৎসঙ্গ বাংলাদেশ এ তথ্য জানায়।

সংগঠনটি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টায় প্রাতঃকালীন প্রার্থনা, অর্ঘ্যাঞ্জলিসহ প্রমাণ নিবেদন, ৭টা ১ মিনিটে সঙ্গীতানুষ্ঠান, ১০ টা ১ মিনিটে র‌্যালী বের করা, বেলা ১১টা ৩১ মিনিটে স্বাস্থ্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ১২টা ১ মিনিটে আর্দশ সমাজ গঠনে মায়েদের ভ‚মিকা শীর্ষক অনুষ্ঠান হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এরপর বিকেলে ৫টা ৫৩মিনিটে বাঁচা-বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্ম তা শীর্ষক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। রাত সাড়ে ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সৎসঙ্গ বাংলাদেশের সচিব শ্রী নিখিল মজুমদার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়