শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া নির্বাচনের ভুয়া সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবি বামজোট নেতৃবৃন্দের

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ ভুয়া নির্বাচনের ভুয়া সংসদ বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী কালো পতাকা মিছিল করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টায় বাম জোটের নেতৃবৃন্দ এ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন সরকার প্রশাসন, পুলিশ, আর্মি, বিজিবিকে ব্যবহার করে ২৯ ডিসেম্বর রাতে ভোট সম্পন্ন করেছে। ঘৃণ্য ও কলঙ্কজনক পথে তারা নিজেদের বিজয়ী করেছে। তাদের এই কলঙ্কিত বিজয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের মানুষের ভোটাধিকারের কবর রচনা হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আবার প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। তারা ভোট ডাকাতির ও নির্বাচন বাতিল করে অবিলম্বে দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনঃনির্বাচন দাবি করেন। নেতৃবৃন্দ ক্ষমতাসীন দলকে ভোট ডাকাতিতে সহযোগিতা করায় বর্তমান নির্বাচন কমিশনকে অব্যাহতি দিয়ে তা পুনর্গঠনের দাবি জানান। সমাবেশ শেষে ভুয়া সংসদ বাতিলের দাবিতে স্লোগান দিয়ে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

বাম জোটের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী’র) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা মোমিনুর রহমান মোমিন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়