শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনের কারনে আ. লীগের জয়কে প্রশ্নবিদ্ধ করেছে: প্রভাষ আমিন

রবিন আকরাম: প্রশাসন বা দলের অতি উৎসাহী কর্মীরা আওয়ামী লীগের অবধারিত জয়কেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট প্রভাষ আমিন।

বুধবার বাংলা ট্রিবিউনে তিনি এসব কথা লিখেছেন।

প্রভাষ আমিনের ভাষায়, আওয়ামী লীগ আগে থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ও আত্মবিশ্বাসী ছিল। তবে আওয়ামী লীগের কেউও ভাবেনি তাদের জোট ২৮৯ আসন পাবে বা বিএনপির মতো দল মাত্র ৬টি আসন পাবে। আসনের চেয়েও অবিশ্বাস্য ছিল ভোটের ব্যবধান। কারণ, বেশি ভোট পেয়েও কম আসন পেয়ে বিরোধী দলে বসার তিক্ত অভিজ্ঞতা আওয়ামী লীগেরই আছে।

‘তবে এবার ভোটের ব্যবধান হয়েছে অবিশ্বাস্য। আওয়ামী লীগের প্রার্থীর ভোট যেখানে লাখের ঘরে, বিএনপির ভোট সেখানে শ’ বা হাজারের ঘরে। আওয়ামী লীগের জয় পূর্ব অনুমিত হলেও আসন ও ভোটের ব্যবধান তাকে অবিশ্বাস্য করে তুলেছে। এবারের নির্বাচনটি ‘ধরে আনতে বললে বেঁধে আনার’ প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। পুলিশ বা প্রশাসন বা দলের অতি উৎসাহী কর্মীরা আওয়ামী লীগের অবধারিত জয়কেও প্রশ্নবিদ্ধ করেছে।’

‘নির্বাচনের এই অবিশ্বাস্য ফলাফলে বিএনপি মহলে যতটা শোকের ধাক্কা, আওয়ামী লীগ মহলে ততটাই অস্বস্তি। সেই অস্বস্তি কাটাতেই আওয়ামী লীগের সবাই বারবার বিএনপির পরাজয়ের কারণ ব্যাখ্যা করছেন। বিএনপি যে হারবে, এটা তারও জানতো। তবে বিএনপি গোটা পঞ্চাশেক আসন পেলে আর ভোটের ব্যবধান আরেকটু কম হলে এই নির্বাচন নিয়ে অত বড় প্রশ্ন উঠতো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়